ভাবনার ভূবন : ভাষা-সংস্কৃতি-ইতিহাস
- সুনন্দনকুমার সেন
গ্রন্থে স্থান পেয়েছে পনেরোটি বিভিন্ন আকারের প্রবন্ধ। সংকলিত প্রবন্ধগুলি বিষয়ানুসারে শ্রেণিকৃত নয়। তবে প্রবন্ধগুলির মধ্যে ভাষা-সংস্কৃতি-ইতিহাসের ছোঁয়া আছে। প্রবন্ধগুলি মূলত চার ধরণের ; অভিযান সংক্রান্ত, ভাষাবিজ্ঞান সংক্রান্ত, ভাষাবিজ্ঞানের চর্চায় বাঙালির অবদান সংক্রান্ত, এবং ইতিহাস সামগ্রী ও ঐতিহাসিক ঘটনাকেন্দ্রিক। গুরু গম্ভীর ভাষায় তাত্ত্বিক আলোচনার মধ্যে না গিয়ে সহজ কথায় ভাষাবিজ্ঞানের কিছু আলোচনা সাধারণ পাঠকের কাছে পৌঁছে দেওয়া এই গ্রন্থের লক্ষ। এই গ্রন্থ পড়ে সাধারণ পাঠকের ভাষাবিজ্ঞান নিয়ে যদি আগ্রহ বাড়ে তবেই এ গ্রন্থের সার্থকতা।
কলকাতা বিশ্ববিদ্যালয়ের ভাষাবিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক এছাড়াও ইংরেজি ও বর্তমানে সংস্কৃত বিভাগের অতিথি অধ্যাপক। অতিথি অধ্যাপকরূপে যুক্ত থেকেছেন যাদবপুর বিশ্ববিদ্যালয়ে। ধ্বনিবিজ্ঞান, ঐতিহাসিক ভাষাবিজ্ঞান এবং ফরেন্সিক ভাষাবিজ্ঞান নিয়ে কাজকর্মের সঙ্গে যুক্ত। ইংরেজি ও বাংলা এই দুই ভাষায় প্রকাশিত প্রবন্ধের সংখ্যা কুড়িটির বেশি। প্রকাশিত গ্রন্থ দুটি। সম্পাদিত গ্রন্থ চারটি। সুকুমার সেনের প্রবন্ধাবলী সম্পাদনার কাজে যুক্ত। সুনীতিকুমার স্মারক বক্তৃতা দিয়েছেন পশ্চিমবঙ্গ বাংলা আকাদেমিতে। অন্যান্য আগ্রহের বিষয় ক্রিকেট, ডাকটিকিট সংগ্রহ ও সংগীত চর্চা।