ভাঙন
- শিবনাথ ভট্টাচাৰ্য
সময়ের ফেরিওয়ালা। দাবী করতেই পারেন কবির মান্যতা। শিবনাথ ভট্টাচাৰ্য। জন্ম কলকাতার মেডিকেল কলেজ হসপিটালে, ২০শে পৌষ ১৩৬০ সালের এক গভীর রাতে!..... আদ্যপান্ত অন্বেষণে নিমজ্জিত শরীর মন। যন্ত্রনা কষ্ট ভাললাগাগুলো নিয়ে সহবাস অন্তরমুখিনতায় সর্বদা মননের গভীরে। সেখানেই কাটাছেড়া চলে অবিরত। জন্মের প্রথম লগ্নেই অন্ধকারের সামিয়ানা। দৃশ্যত সেই অ-দেখা পৃথিবীতে অন্তরদৃষ্টির এক নিশি পারাপার......। আজ সহসা অন্তরালের দর্শন উন্মুক্ত তার নানা রঙের ক্যানভাসে, যা বারে বারে নতুনমাত্রায় শব্দ চয়ন করে। প্রভাতী আলোয় সেই ডালি নিয়ে অভিমানী ভাঙন..... আশাকরি পাঠককুল আবার একবার সমৃদ্ধ হবেন লেখকের ছন্দে সুরে তালে সাহিত্য অঙ্গনে।