ভাষাচর্চা মননে, কথনে ও প্রয়োগে
- অখিল ঘোষ , শিমুল চন্দ্র সরকার
বাংলা ভাষার উত্তব ইতিহাসকে সামনে রেখে বলা যায় এই আবার ব্যাকরণ রচিত হয়েছে এক হাজার বছর পর এবং সেটাও হয়েছে ও. বাংলা ভাষাভাষী মানুষজনের দ্বারা নয় বিদেশী ভাষা পিপাসুর মাধ্যমে। বাংলা ভাষা পরবর্তীকালে বিভিন্নভাবে প্রবাহিত হয়েছে সমাজে সাহিত্যে তার নানাকালের বিবর্তন ঘটেছে। এসেছে ভাষা বিশ্লেষণের নয়া ক্রিয়া বর্তমান গবেষণা গ্রন্থে বিভিন্ন গবেষক ব্ণনামূলক ভাষা বিজ্ঞানের দৃষ্টিতে কখনও বা তুলনামূলক পদ্ধতিতে সমস্ত ভাষিক তান্তের নিরিখে বাংলা ভাষার ধ্বণি,রূপ, বাক্য বিশ্লেষণ করেছেন যা ভাষা গবেষণার ক্ষেত্রে 'এক নতুন দিকের সুচনা করবে বলে আমরা বিশ্বাস রাখি।
অখিল ঘোষ
শিমুল চন্দ্র সরকার