ভাষাচিন্তা
- সুভাষ ভট্টাচার্য
ভাষাচিন্তা লেখকের ভাষা বিষয়ক রচনার সংকলন । এই সংকলনে ভাষার তত্ত্ববিষয়ক প্রবন্ধ যেমন আছে, তেমনি আছে শৈলীবিজ্ঞান সংক্রান্ত প্রবন্ধ। বাংলা ভাষার নানান দিক নিয়ে রচিত প্রবন্ধ এই সংকলনের বিশেষ আকর্ষণ । বাংলা ভাষার অভিধান, বানান, উচ্চারণ প্রভৃতির আলোচনা পাঠককে ভাবাবে বলেই মনে হয়। তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়, সৈয়দ মুজতবা আলী, সতীনাথ ভাদুড়ী, অমিয়ভূষণ বিশ্লেষণ তো আছেই, এমনকী ইংরেজ লেখক জর্জ অরওয়েলের রচনাশৈলীর আলোচনাও রয়েছে এই গ্রন্থে।
জন্ম বরিশালে ২৮ সেপ্টেম্বর ১৯৩৯। স্নাতক প্রেসিডেন্সি কলেজ ও স্নাতকোত্তর কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে। লেখালিখি ও চর্চা প্রধানত অভিধান, ভাষাতত্ত্ব ও ইতিহাসে, কখনো-বা সংগীত বিষয়ে। একক প্রচেষ্টায় সংকলন ও সম্পাদনা করেছেন দশ-বারোটি অভিধান, লিখেছেন পাঁচ ছটি ভাষা বিষয়ক গ্রন্থ। প্রকাশিত গ্রন্থের মধ্যে ‘আধুনিক বাংলা প্রয়োগ অভিধান’, ‘বাঙালির ভাষা’, ‘ভাষা ও শৈলী’, ‘ভাষাদিগন্তে নতুন আলো’, ‘বাংলাভাষা চর্চা’, ‘ভাষার তত্ত্ব ও বাংলা ভাষা’, ‘বাংলা উচ্চারণ অভিধান’, ‘ইতিহাস অভিধান’ (প্রথম ও দ্বিতীয় খন্ড), ‘স্বপ্নের ভুবন : রবীন্দ্রনাথের গান’, ‘বিবিধ বিদ্যার অভিধান’, ‘তিষ্ঠ ক্ষণকাল’, ‘ভাষাকোশ’, ‘তোমাদের রবীন্দ্রনাথ’ ইত্যাদি। সম্পাদিত গ্রন্থ ‘সংসদ বাংলা অভিধান’, Samsad English-Bengali Dictionary, Samsad Bengali-English Dictionary ইত্যাদি। পেয়েছেন আনন্দ পুরস্কার (১৯৮৪), বিদ্যাসাগর স্মৃতি পুরস্কার (২০০৭), চণ্ডীগড় প্রাচীন কলাকেন্দ্র সম্মান (২০০৯)। সাহিত্য সংসদের সম্পাদক মন্ডলীর সদস্য।