বিশ শতকের বাংলা প্রবন্ধচরযা ১৯৪৮ - ২০০০
- রীতা মোদক । উৎপল মণ্ডল
স্বাধীনতা পরবর্তী বাঙালি জীবন ও সমাজের বিচিত্র রূপ ও গতি শতমুখী হয়েছিল অন্তৰ্জীবনে-বহির্জীবনে। ঘটে যাওয়া জাতীয়-আন্তর্জাতিক বিষয়, আকাঙ্খা পূরণ ও স্বপ্নভঙ্গে জর্জরিত বাঙালি জীবনের চেহারা সাহিত্যের প্রবন্ধ শাখাতে ধরা পড়েছে তথ্য-তত্ত্ব সমাবেশ এবং বিশ্লেষণের মধ্যে দিয়ে। বিচিত্র বিষয় ও অনুভবের রণন প্রতিফলিত হয়েছে এই সংকলনে। সমাজ-অর্থনীতি-রাজনীতির সামগ্রিক রূপ প্রাবন্ধিকদের লেখায় উঠে তো এসেইছে। এছাড়াও অন্যধারার স্রষ্টা মুহম্মদ শহীদুল্লাহ, জীবনানন্দ দাশ, হীতেশরঞ্জন সান্যাল, ভবতোষ দত্ত, অমর্ত্য সেন ও অন্যান্য গুণীজনের প্রবন্ধ বিশ্লেষণে বর্তমান সময়ের প্রাবন্ধিকেরা তুলে আনলেন স্বাধীনতা পরবর্তী সৃষ্টি ও সময়কে।