বিষয় বাংলা সাময়িক পত্র
- শম্পা চৌধুরী
বাংলা সাহিত্যে সাময়িক পত্রিকার বিশেষ অবদান রয়েছে। ইতিহাসের পাতায় নজর রাখলে দেখতে পাব, পত্রিকার মাধ্যমে সংবাদ সংগ্রহ থেকে সংবাদ সমপরিমাণে অগ্রসর হয়েছে। উনবিংশ শতাব্দীর গোড়া থেকেই সাময়িক পত্রিকায় সাহিত্য ও সংবাদ উভয়েরই যৌথ মিলন ঘটেছিল । কিন্তু পরবর্তীতে “বঙ্গদর্শন” পত্রিকাই প্রথম সাহিত্য পত্রিকা হিসাবে প্রকাশিত হয়েছিল। প্রতিভাশালী সাহিত্যিক যখন পত্রিকা সম্পাদনা করেন তখন সেই সময়কার যুগমানস ও সমাজমানস সম্পর্কেও একটি বিশেষ চেহারা ও নকশা ফুটিয়ে তোলেন। তাই সম্পাদকের চিন্তাভাবনা, কক্পনা ও আদর্শ অনুযায়ী সেই সমস্ত পত্রিকা গড়ে ওঠে । এককথায় যুগে যুগে যেমন রুচির পরিবর্তন হয়, তেমনি তৎকালীন সাহিত্যের আবহাওয়ারও পরিবর্তন ঘটে । সেই ধারা পত্রিকার মধ্য দিয়ে প্রকাশিত হত। আলোচিত হয়েছে তত্ত্ববোধিনী থেকে শুরু করে কালি-কলম সহ আধুনিকতম পত্র-পত্রিকার সৃজন ভুবন।