বিশ্বঅস্থিরতার মূলের সন্ধানে রবীন্দ্রনাথ
- সুফল বিশ্বাস
যে বিশ্বকে আমরা এক অখন্ড বিশ্ব বলে জানি সে বিশ্ব আজ বহু ছোট ছোট বিশ্বে বিভাজিত। এই বিভাজন কেন এবং কোন অস্থিরতার কারনে তার স্বরূপ উন্মোচন করতে গিয়ে নাট্যকার রবীন্দ্রনাথের যে আজীবন অন্বেষা তার পরিচয় আলোচনার পরম্পরায় তুলে ধরার প্রচেষ্টা হয়েছে আলোচ্য গ্রন্থে। তথ্য ও সত্যের মেলবন্ধনে লেখক পাঠককে আলোচনার স্বাদ দিতে চেয়েছেন একান্ত আলাপচারিতায়।
নদীয়া জেলার ঐতিহ্যবাহী দিগনগরের হাতীশালা গ্রামে লেখকের জন্ম। আর কর্মস্থল শিলিগুড়ি সুর্যসেন মহাবিদ্যালয়। মহাবিদ্যালয়ে বাংলা বিভাগে অধ্যাপনার সাথে সাথে দীর্ঘদিন ঘরে নানা পত্র-পত্রিকায় নিয়মিত গবেষণাধর্মী নিবন্ধের লেখক। লেখকের প্রথম গ্রন্থ ‘রবীন্দ্রনাথের লোকসাহিত্য’ যা এখন দ্বিতীয় সংস্করণের জন্য যন্ত্রস্থ। ইতিমধ্যে প্রকাশিত হয়েছে বহু আলোচিত ‘লোকমনন : লোকসাহিত্য’, ‘কৃত্তিবাসের উত্তরাকাণ্ড’, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কবিতার লেখা ‘মমতা বন্দ্যোপাধ্যায়ের কবিতা : বিষয় থেকে অন্তরে’। একই সঙ্গে প্রকাশিত হয়েছে ভিন্নস্বাদের তীর্যক শব্দানুসন্ধানে লেখা হাবাগোবার শব্দকোষ। আগামীতে আরো কিছু নানা স্বাদের বই প্রকাশের অপেক্ষায়। বন্ধু মহলে হাসি মস্করা করা প্রচণ্ড আড্ডাবাজ বলে খ্যাতি কুখ্যাতি দুটোই আছে লেখকের। লেখকের সঙ্গে যোগাযোগ করতে চাইলে ব্যবহার করতে পারেন - মোবাইল : 9732557050 বৈদ্যুতিন বার্তা : [email protected]