বিশ্ববীক্ষা ও রবীন্দ্র-উপন্যাস
- পিয়ালী দত্ত চৌধুরী
বইটি রবীন্দ্রনাথের জীবনকে দেখার পাঠ এবং তাঁর উপন্যাসের আলোচনা বিষয়ক। সুদীর্ঘ জীবনে, তিনি নিজের সমাজ, দেশ এবং বিশ্বের বিভিন্ন দেশ ও জাতির মানুষকে যেভাবে দেখেছেন; সেই দেখা-শোনা, তাঁর ব্যক্তিগত অনুভূতির দ্বারা যে বিশেষ চেতনা ও বোধের সৃষ্টি করেছে, সময় থেকে সময়ান্তরে—তাই তাঁর অন্যান্য রচনার মতই, তাঁর উপন্যাসগুলিকেও স্বতন্ত্র করেছে, অনন্য করেছে। রবীন্দ্রনাথের জাতীয়তা ও আন্তর্জাতিকতা বিষয়ক বিশেষ মতাদর্শ, সুপরিচিত। সেই মত কখন কিভাবে ধীরে ধীরে তাঁর মনের আদর্শ হয়ে প্রতিষ্ঠা পেল, সে আলোচনাও এই বইয়ের অন্যতম আলোচ্য। রবীন্দ্রনাথ, তাৎক্ষণিক উত্তেজনা, মোহ বা আবেগকে কখনই তাঁর সৃষ্টি সম্ভারের বিষয় করে তুলতে আগ্রহী ছিলেন না। যা চিরকালীন এবং যা বিশ্বমানবের কল্যাণকারী তাই ছিল তাঁর আগ্রহের ও আদরের বিষয়। সেই দর্শনঋদ্ধ রবীন্দ্রমনই মহাবিশ্বজীবনতরঙ্গের মাঝে ‘সত্য’কে অন্বেষণ করে, সৃষ্টি করেছেন তাঁর বিপুল সাহিত সম্ভারের অন্যতম উপন্যাসগুলি।
প্রেসিডেন্সি কলেজ থেকে প্রথম বিভাগে ১৯৯৫ সালে বাংলায় অনার্স পাস করেন। ঐ কলেজের ছাত্রীরূপেই কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে প্রথম বিভাগে এম.এ. পাশ করেন ১৯৯৭ সালে। এরপর যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে রবীন্দ্র-উপন্যাসের উপর গবেষণা করে পি.এইচ.ডি. ডিগ্রি লাভ করেন। গবেষণা পরবর্তীকালে একবছর দি এশিয়াটিক সোসাইটি থেকে রবীন্দ্র সাহিত্য গবেষণার কাজ করেন। ২০০৬ সাল থেকে গবেষণার পাশাপাশি, কলকাতার বিদ্যাসাগর কলেজের প্রাতঃকালীন বিভাগে তিনি অধ্যাপনা করছেন। রবীন্দ্র-সাহিত্য ছাড়াও, বাংলা সাহিত্যের নানাবিধ বিষয়ে তাঁর বহু প্রবন্ধ ও আলোচনা বিভিন্ন পত্র-পত্রিকায় ও গ্রন্থে প্রকাশিত হয়েছে।