বৌদ্ধ ধৰ্ম ও দর্শন : মহেশচন্দ্র ঘোষ
- অঞ্জন সেন, সন্দীপ পাল
বাংলা ভাষায় দর্শন চর্চার এক অগ্রণী জ্ঞানতাপস __ মহেশচন্দ্র ঘোষ। বুদ্ধদেবের জীবনী, বৌদ্ধ ধর্ম ও দর্শন বিষয়ে তার ১৭ টি অধুনা দুষ্প্রাপ্য প্রবন্ধ প্রবাসী পত্রিকায় ১৩২৪ থেকে ১৩৪০ এ প্রকাশিত হয়েছিল। এই নিবন্ধগুলি বিভিন্ন বৌদ্ধ গ্রস্থগুলির পাঠপ্রসূত। পালি, সংস্কৃত ভাষায় তার সহজাত দক্ষতা ছিল। এছাড়া ইংরেজি, হিব্রু ও গ্রীক ভাষায় তার জ্ঞানের কথা জানা যায়। বেদান্ত দর্শন বিষয়ে তার গভীর পাঠ ছিল। এ গ্রে প্রকাশিত নির্বাণ" ও ব্রন্দের' সাদৃশ্য একটি বিতর্কিত বিষয়। ভূমিকায় ড. প্রবাল কুমার সেন তার নিবন্ধগুলি নিয়ে সংক্ষিপ্তভাবে মূল্যায়ণ করেছেন। একসঙ্গে ১৭ টি প্রবন্ধ গ্রন্থাকারে আগে কখনও প্রকাশিত হয়নি। দর্শন চর্চায় আগ্রহী পাঠক তার বৌদ্ধ দর্শন ব্যাখ্যায় সমৃদ্ধ হবেন।