ছকের বাইরে
- সাধন চট্টোপাধ্যায়
বিষয়ের উপলব্ধি ও বিশ্লেষণের বহু মাত্রায় লেখক তাঁর ভাবনা-চিন্তাকে সাজিয়েছেন এ গ্রন্থে। নিছক আকাদেমিক বাঁধাপথে না হেঁটে, মৌলিক ভাবনা-চিন্তাকে, কখনো পূর্বসুরী লেখকদের সৃষ্টির বিচারে, বা সাক্ষাৎকার ভিক্তিক আখ্যানে একটি উজ্জ্বল ভাবনা-বলয় সৃষ্টি করেছেন। আশাকরি আধুনিক পাঠক ও কলেজ বিশ্ববিদ্যালয়ের ছাত্র-ছাত্রীদের কাছে সাধন চট্টোপাধ্যায় ‘ছকের বাইরে’-তে নিছক কথাসাহিত্যিক পরিচয়কে ভেঙে দেবেন।
জন্ম ১৯৪৪, বর্তমান বাংলাদেশের বরিশাল জেলায়। পড়াশুনো করেছেন পদার্থবিদ্যা নিয়ে। বিশিষ্ট কথাসাহিত্যিক হিসেবে প্রতিষ্ঠিত। ‘পানিহাটা’, ‘তিনতরঙ্গ’, ‘মাটির অ্যান্টেনা’, ‘জলতিমির’ উল্লেখযোগ্য উপন্যাস। লিখেছেন ছ’শতাধিক ছোটগল্প। পেয়েছেন পশ্চিমবঙ্গ সরকারের ‘বঙ্কিম পুরস্কার’, কলকাতা বিশ্ববিদ্যালয়ে ‘শরৎস্মৃতি পুরস্কার’ ও অন্যান্য সম্মাননা। বর্তমানে ‘পরিচয়’ পত্রিকার সম্পাদকমণ্ডলীতে যুক্ত।