চারের দশক ছোটগল্পে কালবৈশাখী
- রবীন্দ্রনাথ বন্দোপাধ্যায়, বসুমিতা তরফদার
১৯৪১-১৯৫০ সমগ্র দশক ব্যাপী অসহযোগ আন্দোলন, অর্থনৈতিক সংকট, সাম্প্রদায়িক দাঙ্গা, দেশভাগ ও তার ফলস্বরূপ উদ্বাস্ত সমস্যা সাধারণ জনজীবনে চরম বিপর্যয় বয়ে আনে। সাধারণ মানুষের জীবনের সংকটময় অবস্থা ভারতের তথা বাংলা ছোটগল্সকারদের মনে যে প্রতিক্রিয়া সৃষ্টি করেছিল তাঁদের গল্পগুলোতে তা ভাষারূপ লাভ করেছে। আমাদের গ্রন্থটেতে সেই গল্পগুলোর বিশ্লেষণ করে তৎকালীন সময় ও জনমানুষের অবস্থা এবং লেখকের অনুসন্ধিৎসা ও বীক্ষাকে পাঠকের দরবারে উপস্থিত করার চেষ্টা করেছি।