দাম্পত্যের বৃত্তান্ত কবিকঙ্কণ ও দ্বিজমাধব
- চিরঞ্জীব মুখার্জী, চন্দ্রাণী মুখার্জী
মধ্যযুগীয় বাংলা সাহিত্য-ধারায় মঙ্গলকাব্যের ধারাটি ভস্মাচ্ছাদিত বহ্নি। বাংলা সাহিত্যের অগ্রগতির সঙ্গে সঙ্গে নাটক, উপন্যাস, ছোটগল্প বিবিধ প্রকরণের সজ্জায় সজ্জিত বাংলা সাহিত্যের পাঠকদের কাছে মঙ্গলকাব্যের গতানুগতিক ছাঁচ ধুলি মলিন পুরাতন আঙ্গিক বলে মনে হলেও এই কাব্য ধারার মধ্যেই আছে সেই মাটি – যেখানে আজও সোনার ফসল ফলানো সম্ভব। বিশেষত ‘চন্ডীমঙ্গল’ কাব্যের দুই কবি দ্বিজমাধব ও কবিকঙ্কণ মুকুন্দ চক্রবর্তীর কবি প্রতিভা আজও নিবিড় বিশ্লেষণের অপেক্ষা রাখে। আধুনিক জীবন-চর্যা উদ্ভুত এক বিশেষ সমাজ-সমস্যা হল দাম্পত্য সংকট – যা আধুনিক সাহিত্যের পৃষ্ঠায় প্রতিফলিত। সেই একই চিত্র মধ্যযুগীয় দুই কবির লেখণীজাত চিত্রের সঙ্গে মিলেয়ে দেখার সময় বোধ হয় আজ উপস্থিত। ব্যক্তি স্বাতন্ত্র্যময় উত্তরাধুনিক সমাজে যেখানে দাম্পত্য সম্পর্কটিই একটি লুপ্তপ্রায় সম্পর্কে পরিণত হয়েছে সেখানে বর্তমান গ্রন্থটিতে উঠে এসেছে সেই সকল জীবন জিজ্ঞাসা যা দাম্পত্য সম্পর্ককে কেন্দ্র করে ছিল-আছে-থাকবে। দাম্পত্য সম্পর্ক কী, দাম্পত্য সম্পর্কের বীজটি কিভাবে উপ্ত হয়, ‘চন্ডীমঙ্গল’ কাব্যধারার শ্রেষ্ঠ প্রতিভা কবিকঙ্কণ ও তাঁর সমসাময়িক কবি দ্বিজমাধবের কাব্যের দাম্পত্য চিত্রের সুক্ষ্ম বিশ্লেষণ, উভয় কবির দৃষ্টিভঙ্গির পার্থক্য, দুই কবির কাব্যে বিবাহ-চিত্র ইত্যাদি বিষয় বর্তমান গ্রন্থে আলোচিত হয়েছে। এককথায় বর্তমান গ্রন্থখানি দাম্পত্য সম্পর্ককে কেন্দ্র করে মধ্যযুগীয় সাহিত্য ভূমিতে আধুনিক যুগজিজ্ঞাসার হালকর্ষণ।