দৌলত কাজীর সতীময়না ও লোরচন্দ্রানী : পর্যালোচনা ও বিশ্লেষণ
- মঞ্জুলা বেরা
দৌলত কাজীর ‘সতীময়না ও লোরচন্দ্রানী’ কাব্যটি বর্তমানে সাহিত্য পাঠকের কাছে যথেষ্ট পরিচিত। তবে এ পর্যন্ত প্রকাশিত সম্পাদনা-গ্রন্থে বা অন্যান্য গ্রন্থ-মধ্যে কাব্যটির প্রকৃত পরিচয় উঠে আসেনি। একে তো মধ্যযুগের সাহিত্য যুগবৈশিষ্ট্যের কারণেই কবি বা কাব্য পরিচয় পাওয়া থেকে বঞ্চিত; অনিশ্চয়তার ফাঁসে সব কিছু বাঁধা। তার উপর এই কাব্যটির পুথি সুদূর চট্টগ্রাম এলাকায় পাওয়া যাওয়ায় পুথি সহজলভ্য না হওয়ায় কাব্যটির বিশ্লেষণাত্বক পর্যালোচনা কষ্টসাধ্য হয়ে পড়ে। তাছাড়া যতই আধুনিক সময়কাল বিস্তৃত হয়েছে ততই মধ্যযুগের পুরোনো ভাবনাগুলো অপসৃত হয়েছে। ফলে কাব্যের বিষয়বস্তুর নতুন মূল্যায়ন প্রয়োজন হয়ে পড়েছে। এমতাবস্থায় পূর্বের সম্পাদনা গ্রন্থগুলির আলোচনা মনে রেখে নতুন দৃষ্টিভঙ্গি নিয়ে কাব্যটির মূল্যায়ন করা হয়েছে এবং পুথি অংশ ও পুথি সম্পর্কিত আলোচনা অংশ যুক্ত করে নতুন মূল্যায়নকে যাচাই করার পথ উন্মুক্ত করা হয়েছে পাঠকের কাছে। গ্রন্থটি পাঠ করে পাঠকের মধ্যে সেই ভাবনা গ্রহণযোগ্যতা পাবে আশা করা যায়।
জন্ম : ১৯৬০। আদি নিবাস হাওড়া জেলার শ্যামপুর থানির প্রত্যন্ত গ্রাম বাখলপুর। শিক্ষা কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক, স্নাতকোত্তর ও পি.এইচ.ডি. ডিগ্রী প্রাপ্তি। গবেষণা ক্ষেত্র : প্রাচীন ও মধ্যযুগের সাহিত্য আলোচনার সঙ্গে পাণ্ডুলিপি চর্চায় বিশেষ আগ্রহ; আবার আধুনিক কথাসাহিত্যে গভীর মনোযোগ। রবীন্দ্র সাহিত্য ও দর্শন চর্চায় যেমন সিদ্ধহস্ত, তেমনি নারীর নিজস্ব ব্যক্তিসত্তার প্রতিষ্ঠা ও অগ্রগতির ইতিহাস জানতে সদা জাগ্রত। অধ্যাপনা : কালীপদ ঘোষ তরাই মহাবিদ্যালয়, বাগডোগরা এবং বর্তমানে বাংলা বিভাগ, উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়।