এক-দুই-তিন
- সুবোধ তালুকদার
পুরস্কৃত নাট্যকার (রাজ্যস্তরের নাট্য প্রতিযোগিতায় প্রথম স্থানাধিকারী নাটকের নাট্যকার ও পরিচালক), আকাশবাণী, কলকতা কেন্দ্রের স্বীকৃত গীতিকার ডঃ সুবোধ তালুকদার-এর প্রকাশিত গ্রন্থ তালিকা ইতিমধ্যেই বিভিন্ন ধরনের গ্রন্থে সমৃদ্ধ। যেমন, ‘কাঠ বাঙালের কড়চা’, ‘রঙে রঙে রামধনু’, ‘রূপকথা নয়’, ‘মানুষ খেকো’, ‘বান’, ‘গীতমালা’, ‘গোসানীমঙ্গল রাজা কান্তেশ্বর’, ‘কচিকাচাদের ছড়া ও কবিতা’, ‘ছোটদের ছোট ছোট গল্প’, ‘মিল ও অমিলের কবিতা’, ‘নাট্যসংগীত : বাংলা নাটক’, ‘অঞ্জলি’, ‘হীরককথা’, ‘পাচমিশেলি’। সেই তালিকায় এবারের সংযোজন “এক-দুই-তিন’। সৌখিন নাট্যসংস্থাগুলির অভিনয়োপযোগী নাটকের বরাবরের সেই অভাব কিছুটা মিটবে বলেই আমাদের বিশ্বাস। সৌখিন নাট্যদলগুলির অভিনয়োপযোগী নাটকের অভাব বরাবরের। এই নাট্যগ্রন্থে ভিন্ন ভিন্ন রসের তিনটি নাটক আছে। যেমন—‘এক-দুই-তিন’, তিনটি পর্বে তিনটি নাটক—তিনটি যুগের তিনটি নাটকের মূল সুরটি নাট্যরসিকদের কাছে ধরা পড়বেই—পৌরাণিক যুগে দধীচির আত্মবলিদানের পর তারই অস্থি দিয়ে বস্ত্র তৈরি করে কৃত্রাসুরকে বধ, অগ্নিযুগে ক্ষুদিরাম, প্রফুল্ল চাকী এবং অগণিত অগ্নিমন্ত্রে দীক্ষিত সৈনিকদের হাসতে হাসতে ফাঁসির দড়ি গলায় পডে দেশের স্বাধীনতার জন্য আত্মবলিদান এবং তৃতীয় পর্বে সেই আকাঙ্খিত স্বাধীনতা লাভের পর উত্তরসুরিদের কর্মকাণ্ড। এছাড়াও আছে ‘মৃত্যুদপ্তর’ এবং ‘ভূত-দর্পণ’ নাটক দুটি।
পুরস্কৃত নাট্যকার(রাজ্যস্তরের নাট্য-প্রতিোগিতায় প্রথম স্থানাধিকারী নাটকের নাট্যকার ও নাট্য-পরিচালক), আকাশবাণী কলকাতা কেন্দ্রের স্বীকৃত গীতিকার ড. সুবোধ তালুকদার-র প্রকাশিত গ্রন্থতালিকা ইতিমধ্যেই বিভিন্ন ধরনের গ্রন্থে সমৃদ্ধ। যেমন, ‘কাঠ বাঙালের কড়চা’, ‘রঙে রঙে রামধনু’, ‘রূপকথা নয়’, ‘মানুষখেকো’, ‘বান’, ‘গীতমালা’, ‘গোসানীমঙ্গল ও রাজার কান্তেশ্বর’, ‘কচি ও কাঁচাদের ছড়া ও কবিতা’, ‘ছোটদের ছোট ছোট গল্প’, ‘মিল ও অমিলের কবিতা’। সেই তালিকায় এবারের সংযোজন ‘নাট্যসংগীত : বাংলা নাটক’। ভবিষ্যতে কেউ যদি এই বিষয়ের ওপর কোনও কাজ করতে চান তবে, ড. সুবোধ তালুকদার-এর এই গবেষণা গ্রন্থখানি তাঁদের অনেক প্রয়োজন মেটাবে বলেই আমাদের বিশ্বাস।