একুশ শতক : বাংলা ও বাঙালি
- মধু মিত্র, পাপিয়া ব্যানার্জী
ভুবনায়নের অনিবার্ধতাকে সঙ্গী করে একুশ শতকের বাংলা ও বাঙালির পথ চলা। বাংলা ভাষা আর দেশজ শিকড়কে তীব্র বছরের পথ পরিক্রমা বাঙালির। ঘাত-প্রতিঘাত সহ এসেছে বারংবার। বাংলা ও বাঙালির আন্তর্জাতিক উড়ান শিকড়ের সেচনে সমৃদ্ধ হয়েছে। একুশ শতকের প্রথম দুটি শতকের অভিজ্ঞতা কি একই রকম? নাকি বাংলা ও বাঙালির শিকড়বিচ্ছিন হওয়ার নতুন অভিমুখ তৈরী হচ্ছে? আলোচ্য গ্রস্থটিতে একুশ শতকের বাংলা ও বাঙালির সেই টানাপোড়েনকেই খুঁজতে চেয়েছেন বিভিন্ন প্রাবিদ্ধিক।