একুশ শতকের মননে মনীষী পঞ্চানন বর্মা
- সাবলু বর্মণ
মনীষী পঞ্চানন বর্মা (১ ফাল্গুন ১২৭২-২৩ ভাদ্র ১৩৪২) কেবলমাত্র বৃহত্তর অখণ্ড রাজবংশী সমাজকে সংস্কৃত করে সুউন্নত পথের দিশা দেখান নি, সমগ্র ভারতের সাধারণ মানুষের উন্নতি বিধানের জন্য নিজেকে নিয়োজিত করেছেন। সার্ধশতবর্ষ অতিক্রান্ত এই মহান পুরুষের জীবন ও কর্মের বিভিন্ন দিক সম্পর্কে আলোচনা আসলে অতীতের দর্পণে বর্তমানকে চিনে নেবার প্রয়াস। বর্তমান গ্রন্থে বিশিষ্ট প্রাবন্ধিকদের বহুকৌনিক দৃষ্টিভঙ্গি মনীষী পঞ্চানন বর্মার জীবন ও কর্মের পরিচিতি এবং অজ্ঞাত বিভিন্ন দিকে আলোকপাত করেছে।