এষা
- মৈত্রী মান্না
উনবিংশ শতাব্দীর গীতিকাব্যের ইতিহাসে “এষা” (১৯১২) কাব্যটির জন্যই । সমকালে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরও এই কাব্যের একজন রসগপ্রাহী পাঠক ছিলেন। প্রিয়জনের প্রয়াণে দুঃখ-তপ্ত অশ্ৰনির্বর এই কাব্যের অক্ষয় সম্পদ। শোকের আবর্তে আত্মহারা অবস্থা থেকে উত্তরণের দিশাও দেখিয়েছেন কবি। প্রকৃতিচেতনা, বাস্তব অভিজ্ঞতা, ব্যক্তিক ভাবাবেগের সাথে বিশিষ্ট দর্শনচেতনার সংমিশ্রণে এই কাব্যের শোকার্তি শাশ্বতকালের অমরগীতিতে রুূপায়িত হয়েছে।