গণনাট্য আন্দোলন ও নবান্ন
- অশোককুমার মিশ্র
বিজন ভট্টাচার্যের নবান্ন বাংলা নাট্যসাহিত্যে বিশেষ ঐতিহাসিক তাৎপর্যমণ্ডিত। গণনাট্যের উদ্ভব, গণনাট্য আন্দোলনের প্রথম পর্বের এক নির্ভরযোগ্য রূপাঙ্কনের। প্রয়াস, তৎকালীন ইতিহাস এবং গণনাট্য সংক্রান্ত প্রাপ্ত ঐতিহাসিক তথ্যের ভিত্তিতে ‘নবান্ন’ নাটকটিকে এখানে বিভিন্ন দৃষ্টিতে বিশ্লেষণ করা হয়েছে।।