হাজার চুরাশির মা অস্তিত্বের অম্বেষণ
- শতাব্দী কর
“হাজার চুরাশির মা : অস্তিত্বের অন্বেষণ” বইতে নিরপেক্ষ বিচার ও বিশ্লেষণে উপন্যাসটির নানাবিধ পরিসর আলোচিত হয়েছে__প্রকাশভঙ্গি ও আলোচনায় মননশীল এক্য গঠনের দিকটি সম্পূর্নতা লাভ করেছে। উপন্যাসটির আলোচনায় ইতিহাস ও অভিঘাতে বদলে যাওয়া যাপনের চিত্র অনুধাবন করার প্রয়াস লক্ষ্যণীয় যা নান্দনিক লেখনীতে গ্রস্থিত।