হী র ক ক থা
- সুবোধ তালুকদার
পুরস্কৃত নাট্যকার (রাজ্যস্তরের নাট্য প্রতিযোগিতায় প্রথম স্থানাধিকারী নাটকের নাট্যকার ও পরিচালক), আকাশবাণী, কলকতা কেন্দ্রের স্বীকৃত গীতিকার ডঃ সুবোধ তালুকদার-এর প্রকাশিত গ্রন্থ তালিকা ইতিমধ্যেই বিভিন্ন ধরনের গ্রন্থে সমৃদ্ধ। যেমন, ‘কাঠ বাঙালের কড়চা’, ‘রঙে রঙে রামধনু’, ‘রূপকথা নয়’, ‘মানুষ খেকো’, ‘বান’, ‘গীতমালা’, ‘গোসানীমঙ্গল রাজা কান্তেশ্বর’, ‘কচিকাচাদের ছড়া ও কবিতা’, ‘ছোটদের ছোট ছোট গল্প’, ‘মিল ও অমিলের কবিতা’, ‘নাট্যসংগীত : বাংলা নাটক’, ‘অঞ্জলি’, ‘এক-দুই-তিন’, ‘পাচমিশেলি’। সেই তালিকায় এবারের সংযোজন ‘হীরককথা’। এই বইটি পড়ে ছোটরা শুধু মজাই পাবে না, শিখবেও অনেক কিছু। একদিন না একদিন এই বইটি ছোটদের অবশ্য পাঠ্য হয়ে ঊঠবে বলেই আমাদের বিশ্বাস। লেখকের ‘হীরককথা’ বিনাসুতায় গাঁথা নীতিকথা। যারা খেলতে খেলতে পড়তে চায় ও পড়তে পড়তে খেলতে চায় তাদের জীবন গড়ার নীতিমালা।
পুরস্কৃত নাট্যকার(রাজ্যস্তরের নাট্য-প্রতিোগিতায় প্রথম স্থানাধিকারী নাটকের নাট্যকার ও নাট্য-পরিচালক), আকাশবাণী কলকাতা কেন্দ্রের স্বীকৃত গীতিকার ড. সুবোধ তালুকদার-র প্রকাশিত গ্রন্থতালিকা ইতিমধ্যেই বিভিন্ন ধরনের গ্রন্থে সমৃদ্ধ। যেমন, ‘কাঠ বাঙালের কড়চা’, ‘রঙে রঙে রামধনু’, ‘রূপকথা নয়’, ‘মানুষখেকো’, ‘বান’, ‘গীতমালা’, ‘গোসানীমঙ্গল ও রাজার কান্তেশ্বর’, ‘কচি ও কাঁচাদের ছড়া ও কবিতা’, ‘ছোটদের ছোট ছোট গল্প’, ‘মিল ও অমিলের কবিতা’। সেই তালিকায় এবারের সংযোজন ‘নাট্যসংগীত : বাংলা নাটক’। ভবিষ্যতে কেউ যদি এই বিষয়ের ওপর কোনও কাজ করতে চান তবে, ড. সুবোধ তালুকদার-এর এই গবেষণা গ্রন্থখানি তাঁদের অনেক প্রয়োজন মেটাবে বলেই আমাদের বিশ্বাস।