জমিদারতন্ত্রের প্রেক্ষিত : জমিদার দর্পণ
- মনামী বসু
উনিশ শতকের গ্রাম বাংলার জমিদারী শোষণতন্ত্র প্রজা-শাসক সম্পর্ককে করে তুলেছিল অশান্ত। প্রতিবাদী ভাষ্য রচিত হয়েছে সম-সময়ের বিভিন্ন মাধ্যমে; আবার কখনও সময়ের এই রক্তক্ষরণ প্রতিরোধের বিপ্রতীপে পেয়েছে শুধুই অবিচার, কণ্ঠরোধের প্রচেষ্টা। মীর মশাররফ হোসেনের জমিদার দর্পণ উনিশ শতকের সেই প্রজা-শাসক সম্পর্কের সঙ্গে পরিচয় করায়। পরিচিতি ঘটে বঙ্গদেশের অসহায় কৃষক-প্রজার অবস্থান প্রসঙ্গে।