জীবনানন্দের উপনাস্যে মন
- মোয়াহিদা হোসেন
কবি সাহিত্যিকের মনের ফসল তাঁদের সৃষ্টি। জীবনানন্দ দাশ তার বিভিন্ন উপন্যাসে লেখনি তুলিতে অঙ্কন করেছেন বিচিত্র মনের মানুষ “পূর্ণিমা”, প্রভৃতি উপন্যাসে বিভিন্ন চরিত্র তাদের মনের ভিন্নতা নিয়ে হাজির হয়েছে। উপন্যাসগুলিতে কারও মনের শৈল্পিক কারও বা অসুস্থ শরীরের ভেতরকার মনের অকৃত্রিম চাওয়া পাওয়া ধরা বহির্জগতের ছন্দে ক্লান্ত, কোথাও বা সন্ধান পাওয়া গিয়েছে। একটি মনের অধিকারী জীবনানন্দ দাশ এতগুলি মনকে তার উপন্যাসের মাধ্যমে পাঠক সন্মুখে তুলে ধরেছেন। এই পুস্তকে অর্থাৎ “জীবনানন্দের উপন্যাসে মন” এ সেই করে এবং বিশ্লেষণের মাধ্যমে পরিবেশনের প্রয়াস করা হয়েছে। বিভিন্ন মনকে মন দিয়ে ছুঁয়ে যাওয়া হয়েছে।