জীবনস্মৃতি : রবীন্দ্র মানসের অধোরূপের সন্ধানে
- মীর রেজাউল করিম গৌতম দাস
ভাষা চর্চায় অধোরূপ (Deep Structure), অধিরূপ (Surface Structure) এর কথা বলা হয়। অপোরূপ থেকে সংবর্তনের পরে অধিরূপে বাক্য নির্মিত হয়। রবীন্দ্র সৃষ্টি সম্পর্কে এই অধোরূপ-অধিরূপের প্রসঙ্গ এসে যায়। রবীন্দ্রনাথ এক অসাধারণ সৃষ্টিক্ষমতা নিয়ে আবির্ভূত হয়েছিলেন। তার সৃষ্টি আমাদের কাছে এক পরম বিস্ময়। রবীন্দ্রনাথের বিচিত্র সৃষ্টি-সম্ভার ‘জীবনস্মৃতি’-তে খসড়া রূপে উঠে এসেছে। এদিক থেকে এটি অনেকটা রবীন্দ্র-সৃষ্টির সিনোপসিস (Synopsis) ও বটে। বর্তমান গ্রন্থে রবীন্দ্র-সৃষ্টির এই অধোরূপকে অনুসন্ধান করা হয়েছে।