ঝাড়খণ্ডের জনজাতি সমাজ ও সংস্কৃতি
- নন্দকুমার বেরা
ঝাড়খণ্ডের লোকসংক্কৃতি চর্চায় নন্দকুমার বেরা এক বিশেষ পরিচিতি নাম। ঝাড়খণ্ডের লোকসংস্কৃতি গবেষণায় তিনি নিত্য নতুন অভিনব বিষয় অন্বেষণায় অতন্দ্রমন। ইতিমধ্যেই ঝাড়খণ্ডের (লোকসংস্কৃতি সম্পর্কে তিনি একাধিক গ্রন্থ ও প্রবন্ধ রচনা করেছেন। তার উল্লেখযোগ্য গ্রন্থ: 'ঝাড়খণ্ডের লোক উৎসব", 'ঝাড়খণ্ডের প্রবাদ", 'ঝাড়খন্ডী বাংলা গান" ইত্যাদি। আলোচ্য গ্রন্থে ঝাড়খণ্ডের ৩২ টি জনজাতির সামগ্রিক আচার-আচরণ, গোত্র, পারিবারিক জীবন, জন্ম-সংস্কার, বিবাহ পদ্ধতি, বাসস্থান-ঘরবাড়ি, সামাজিক সংগঠন, ভাষা, শিক্ষা, জনসংখ্যা, আসবাবপত্র ও পোশাক-পরিচ্ছেদ, মৃত্যু ও সৎকার, ধর্মবিশ্বাস ও দেবদেবী, উৎসব-অনুষ্ঠান, নৃত্য সংগীত, বাদ্যযন্ত্রের আলোচনাই এই গ্রন্থের আলোচ্য বিষয়।