কবিকঙ্কণের চণ্ডীমঙ্গল : বিবিধ প্রসঙ্গ
- সম্পাদনা শচীন্দ্র নাথ বালা
চিরাচরিতের ধারায় গা ভাসিয়ে কীভাবে স্বতন্ত্র হওয়া যায় তা কবিকঙ্কণ মুকুন্দ চক্রবর্তীর ‘অভয়ামঙ্গল’-এ দৃশ্যমান। তাই তাঁর স্বাতন্ত্র্য কতভাবে স্ফুরিত হয়েছে তা নিয়ে আজও আলোচনার সীমা নেই। এ গ্রন্থে সেই আলোচনার সীমাকে স্পর্শ করার চেষ্টা করেছেন কয়েকজন সমালোচক। তাদের নিজস্ব চিন্তাচেতনা ও গবেষক মনোভাবের ফসল হিসেবে কবিকঙ্কণের চণ্ডীমঙ্গলের নানাদিক ও বিভিন্ন আলোচ্য বিষয় নতুনভাবে আমাদের সামনে উপস্থাপিত হয়েছে। পুরোনো তথ্যাদির সঙ্গে যুক্ত হয়েছে তাদের নতুন ভাবনা। পুরোনোকে নতুন করে দেখার এই প্রয়াসই গ্রন্থটির বিশেষত্ব।