কবিতা সিংহের কবিতা
- জয়ন্ত পাল
কবিতা সিংহকে অনেকে নারীবাদী কবি বলেন। অথচ নরীবাদী পরিচয়ের কবিসত্তা হারিয়ে যায়। এই বইতে তাই ধরা থাকল কবিতা সিংহের একটি সামগ্রিক পরিচয়। এখানে কবিতা সিংহের প্রতিবাদী কবিতাগুলো যেমন আলোচিত হয়েছে তেমনই বাদ যায়নি রহস্যভরা সাংকেতিক কবিতাগুলিও। গুরুত্ব পেয়েছে একেকটি বিশেষ কবিতার ভূবনও। পঞ্চাশের অন্যতম কবি কবিতা সিংহের মনোজগতকে আবিষ্কারে এ বই যে অনেকখানি সাহায্য করবে তা নিঃসন্দেহ।