করিমগঞ্জ জেলার লোকসাহিত্য
- মানচিত্র পাল
করিমগঞ্জ তথা বরাকের লোক সংস্কৃতির জগতে এক নতুন সংযোজন লেখক এর করিমগঞ্জ জেলার লোকসাহিত্য গ্রন্থটি। গ্রন্থটির মাধ্যমে সাধারণ পাঠক সমাজ এবং লোক সাহিত্য সংস্কৃতির ছাত্র গবেষকেরা অবশ্যই উপকৃত ও সমৃদ্ধ হবেন।
লেখক এর জন্ম আলিপুরদুয়ার জেলার কামাখ্যাগুড়িতে। এম. এ., এম.ফিল, পিএইচডি আসাম বিশ্ববিদ্যালয় থেকে। বর্তমানে করিমগঞ্জ মহাবিদ্যালয় ও রবীন্দ্রসদন মহিলা মহাবিদ্যালয় এ অংশ কালীন সহকারী অধ্যাপক পদে নিযুক্ত। তার ভাল লাগার বিষয় লোকসংস্কৃতি ও লোকসাহিত্য।