কথাসাহিত্যে ইতিহাসের পুননির্মাণ প্রসঙ্গ শরদিন্দু বন্দ্যোপাধ্যায়
- সাবলু বর্মণ
রবীন্দ্রোত্তর কথাকোবিদ শরদিন্দু বন্দ্যোপাধ্যায় মূলত রসসাহিত্যিক। সাহিত্যে মানজীবনের অভ্যন্তরীণ সত্য উদ্ঘাটন করেই তিনি ক্ষান্ত হননি, প্রকৃত রসসাহিত্য সৃষ্টিতে ব্যাপৃত ছিলেন। বাস্তবিকই ইতিহাসাশ্রিত রচনাগুলি সে সত্যই প্রমাণ করে। প্রাগৈতিহাসিক যুগ থেকে সপ্দশ শতাব্দী পর্যন্ত যেমন কালপ্রসার তেমনি খিরস্টিয় চতুর্থ-পঞ্চম শতাব্দী থেকে পঞ্চদশ শতাব্দী পর্যন্ত তার ইতিহাসাশ্রিত উপন্যাসগুলির কালসীমা। লক্ষণীয় তিনি ইতিহাসমূলক কথাসাহিত্যে ইতিহাসের পুনর্নির্মাণের আদলে প্রাচীন ভারতীয় সভ্যতা ও সংস্কৃতিকে রসনিবিড় করে পাঠকের সামনে তুলে ধরেছেন। বক্ষ্যমাণ গ্রন্থটির আদ্যস্ত পাঠে ইতিহাস ও সাহিত্যের এক অভূতপূর্ব সমন্বয় চোখে পড়ে। জাতিস্মরতার প্রকরণ কৌশলটিও বেশ অভিনব।