ক্ষীরোদপ্রসাদ বিদ্যাবিনোদের আলিবাবা।
- ধ্রুবজ্যোতি পাল
অধ্যাপক ক্ষীরোদ প্রসাদ বিদ্যাবিনোদের জনপ্রিয় মঞ্চসফল নাটক ‘আলিবাবা’। এই নাটক অভিনয়ের মধ্যে দিয়ে তিনি অধ্যাপক থেকে নাট্যকার হিসাবে বঙ্গরঙ্গমঞ্চে বিশেষভাবে পরিচিত হন। এই নাটকের নানা দিক এ গ্রন্থে তুলে ধরা হয়েছে। এ গ্রন্থ পাঠ করে পাঠক যেমন সমকালীন অপেরাধর্মী নাটকের গতিপ্রকৃতি সম্বন্ধে অবহিত হবেন তেমনি নাট্যকারের মনোভঙ্গিটিও অনুধাবন করতে পারবেন।
জন্ম পূর্ব বর্ধমানের জামালপুর থানার অন্তর্গত সাহাপুর জামে। দ্বাদশ শ্রেণি পর্যন্ত পড়াশুনা পার্শ্ববর্তী পর্বতপুর উচ্চমাধ্যমিক বিদ্যালয়ে। বাংলা বিষয়ে স্নাতক ও স্নাতকোত্তর যথাক্রমে বর্ধমান রাজ কলেজ ও বর্ধমান বিশ্ববিদ্যালয় থেকে। ক্ষীরোদপ্রসাদ বিদ্যাবিনোদের নাটকের উপর গবেষণা করে ডক্টরেট ভিগ্রি লাভ করেন বর্ধমান বিশবিদ্যালয় থেকে। কর্মজীবনের শুরুতে তিনি কয়েক বছর স্কুলে পড়িয়েছেন। কলেজেও পড়িয়েছেন কয়েকবছর। বর্তমানে তিনি পুরুলিয়ার সিধো-কানহো বীরসা বিশ্ববিদ্যালয়ে অধ্যাপনারত।