কিন্নর রায়ের সাহিত্য ও সাহিত্য ভুবন
- সাথী নন্দী
সত্তরের দশকের অন্যতম কথাকার কিন্নর রায়।তিনি বিশ্বাস করেন ঘটিত সত্যই একমাত্র সত্য নয়, যা হলেও হতে পারে সেটাই সত্য এবং সেই সত্যের পেছনে অনুসরণ করাটাই একজন আখ্যানকারের কাজ। সেজন্য ঘটিত বাস্তবকে অতিক্রম করে আরও বড় কোনো অভিঘাত বা অভিমুখে পৌছে যাওয়াই কিন্নর রায়ের দেয়। পাশাপাশি তার রচিত সমস্ত যায় - যে তরঙ্গের নাম জীবনবোধ, আত্মবোধ বা বেঁচে থাকা । আমরা যদি সেখানে দেখবো সময়ই তার মূল সারথি। সময়ের পিঠে একটা অপার্থিব পাখনা লাগিয়ে দিয়ে সময় আর মহাসময় হাত ধরাধরি করে, খণ্ড সময়কে সঙ্গে নিয়ে উড়ে যেতে থাকে নিরুদ্দেশ যাত্রায়। কিন্নর আলোকপাত করা হয়েছে এই গ্রন্থে । গবেষণার ভার নয় বরং অনুভবের তীব্রতাই এই লেখাগুলিকে মাধুর়তা দিয়েছে।