ক্রমপরম্পরায় বৈষ্ণব পদাবলীর নানাকথা
- অর্জুন বিশ্বাস
বাংলা সাহিত্যের সিংহভাগ জুড়েই আছে বৈষ্ণবদের গান-কবিতা। গোটা মধ্যযুগ অতিক্রম করে শ্রীচৈতন্যের ভাবধারায় নিষ্ণাত আধুনিককালের সময়ের সঙ্গে তাল মিলিয়ে রাধা-কৃষ্ণ কথা ভক্ত-সাধক জনের সীমা অতিক্রম করে সর্বসাধারণের গান ও কবিতা হয়ে উঠেছে। বৈকুণ্ঠ অপেক্ষা এই মর্ত-ভূমিই তাঁর সাধন ভজন ও উত্তরণের ভর কেন্দ্র। আলোচ্য গ্রন্থে পরম্পরার মধ্য দিয়ে বৈষ্ণব গান ও কবিতার নানা দিক তুলে ধরেছেন নবীন গবেষক ড. অর্জুন বিশ্বাস।
জন্ম ২ জানুয়ারী ১৯৮২ নদীয়ার প্রত্যন্ত আমি কালামারী। গ্রামীণ বিদ্যালয় থেকে স্কুল শিক্ষা সম্পুর্ণ করে রানাঘাট কলেজে ‘বাংলা ভাষা ও সাহিত্যে’ সাম্মানিক স্নাতক। কল্যাণী বিশ্ববিদ্যালয়ে স্নাতকোত্তর (২০০৪)। ২০১৫’য় ঐ বিশ্ববিদ্যালয়ে পি.এইচ.ডি. উপাধি লাভ। বর্তমানে সিন্দ্রানী সাবিত্রী উচ্চবিদ্যালয়ের ‘বাংলা ভাষা ও সাহিত্যের’ শিক্ষক। প্রকাশিত বই ‘বিংশ শতাব্দীর পৌরাণিক নাটকে আধুনিক জীবন’ (২০০৮)। এছাড়া প্রকাশিত কয়েকটি গবেষণা নিবন্ধের মধ্যে উলেখযোগ্য হল—‘গৌড়ীয় বৈষ্ণব দর্শন ও শ্রীচৈতন্য দেব’ (২০০৮), ‘রবীন্দ্রনাথের কবিতায় বৈষ্ণব ভাব ও ভাবনা’ (২০১৫), ‘নতুনভাব এনেছে গোরা : বৈষ্ণব গান-কীর্তনে’ (২০১৫), ‘চিলেকোঠার সেপাই উপন্যাস : গণ আন্দোলনের সেপাই আলাউদ্দিন মিঞা’ (২০১৮), ‘বঙ্কিমচন্দ্রের যুগলাঙ্গুরীয় ও রাধারাণী : প্রেমের পূর্ব ও পশ্চিম দিকচিত্র’ (২০১৬) ইত্যাদি।