কৃষি ও লোকসংস্কৃতি
- মনাঞ্জলি বন্দ্যোপাধ্যায় কল্যাণ চক্রবর্তী
‘ফার্মলোর’ বা কৃষি সংস্কৃতি হল জনপদ-ভূমির কৃষি ও কৃষি ভিত্তিক জীবন-সংস্কৃতির সমন্বয়ে গড়ে ওঠা যুগবাহিত একটি জীবনবোধ, যার মূল প্রোথিত মাটি ও মানুষের অন্তরে। মৃত্তিকা জননীর অকৃপণ স্তন্যরস তথা প্রকৃতির রহস্যময়, নিভৃত নিলয়ে প্রাণের সৃষ্টি ও বিকাশের অব্যাখ্যাত আশীর্বাদের নিয়ত । নির্ঝরিণীর মধ্যে মৃত্তিকাশ্রয়ী জীবনের যে অব্যাহত গতি তার স্বরূপ সন্ধান, গবেষণা ও জ্ঞানচর্চা হল কৃষি সংস্কৃতি। কৃষি ও লোকসংস্কৃতি বিষয়ের সমন্বিত ও পৃথক বিদ্যাশৃঙ্খলার প্রবর্তক ড. মনাঞ্জলি বন্দ্যোপাধ্যায় ও ড. কল্যাণ চক্রবর্তী। এক দশকের বেশী সময় ধরে এই দম্পতি নবতর এই ধারায় গবেষণা করে চলেছেন।