লীলা মজুমদার : সৃষ্টির বহুবর্ণ
- মৌসুমী চক্রবর্তী
বাঙালির হারিয়ে যাওয়া শৈশবকে যিনি সাহিত্যের মর্যাদা দিয়ে চিরজীবী করে রেখে গেছেন, তিনি লীলা মজুমদার। শিশুসাহিত্যিক রূপে খ্যাত হলেও সাহিত্যের বৃহত্তর ভাণ্ডারের কঁপি খুলে ধরেছিলেন তিনি। বহুমুখী সৃষ্টি সম্ভারের মধ্যে দিয়ে লেখিকা হয়ে উঠেছেন এক আলোকঝর্না। তার লেখনী বেয়ে একের পর এক ফুটে উঠেছে আলোর আলোক ফুল। বিনা সুতোয় সেই সব আলোক ফুলের মালা গাঁথার ভাবনা থেকেই বইটির নির্মান।
জন্ম মুর্শিদাবাদের বহরমপুরে। শিক্ষা বহরমপুর গার্লস কলেজ ও বেনারস হিন্দু বিশ্ববিদ্যালয়ে। বর্তমানে সাগরদীঘি মহাবিদ্যালয়ে কর্মরত। বিভিন্ন পত্র-পত্রিকায় বেশ কিছু প্রবন্ধ প্রকাশিত হয়েছে।