লোকসংস্কৃতিচর্চা
- সৌমেন সেন
দ্বিতীয় মহাযুদ্ধের পর থেকে বিশ্বজোড়া সামাজিক-রাজনৈতিক-অর্থনৈতিক পালাবদলে ও টানাপোড়েনে সমাজবিজ্ঞান, ইতিহাসচর্চা, সাহিত্য বিচার ও সাংস্কৃতিক তত্তববিশ্বে যে সব নৃতন দিশা তৈরি হয়, যে সব নৃতন চিন্তা বকলল তৈরি হতে থাকে, সম্প্রতি লোকসংস্কৃতিবিদরা, অন্তত তাদের একটি অংশ, তার আশ্রয় নিতে কুষ্ঠাবোধ করছেন না। এই আগ্রহে যে অনুসন্ধান পদ্ধতি ধীরে ধীরে গড়ে উঠেছে এই বইয়ে তার নাম দেওয়া হয়েছে “লোকসংস্কৃতিচর্চা” ইংলিশ উপনাম Folklorgraphy, ইতিহাসচর্চা বা Historiography-র অনুসরণে ।
বিশ্ববিদ্যালয়ের সাহিত্য ও সংস্কৃতি চর্চা কেন্দ্রের প্রাক্তন প্রধান এবং ফোর্ড লোকসংস্কৃতি গবেষণা ও সংগ্রহালয় প্রকল্পের প্রাক্তন অধিকর্তা ড. সৌমেন সেন ভারতীয় উপমহাদেশের অগ্রগণ্য লোকসংস্কৃতিবিদদের অন্যতম ড. সেনের লোকসংস্কৃতিচ্চা মূলত তত্রীশ্রয়ী। তার গবেষণাপত্র আমেরিকা, ইংল্যাণ্ড, গ্রীস, জার্মানি, বাংলাদেশ ও ভারত থেকে প্রকাশিত নানা সংকলন ও কোধগ্রন্থ অন্তর্ভূক্ত। তার রচিত ও সম্পাদিত বাংলা ও ইংলিশ বইয়ের সংখ্যা যোল।