মকবুলনামা
- সম্পাদক - কাজী আবু জুম্মান / আজিজুল হক মণ্ডল
গবেষণার পঁচিশ বছর পূর্তি উপলক্ষে, এক অনলস গবেষকের কথা প্রকাশিত হল। দক্ষিণ-পূর্ব এশিয়া জুড়ে তাঁর বিদ্যায়তনিক কাজের বিস্তৃতি। একাধিক বিষয়ে তাঁর গবেষণা, গুণে-পরিমাণে বিস্ময়কর। তাঁর ব্যক্তিজীবন, কর্মধারা ও অবদানের কথা নিয়ে ‘মুক্তচিন্তা’র উদ্যোগে সম্পাদিত হল এই গ্রন্থ। গবেষণার পঁচিশ বছর পুর্তির সঙ্গে তাঁর পঞ্চাশ বছরও পুর্তি হল। ২০১৮ তে এই সমাপতন অভিনব। তাঁর জীবনবৃত্তের সুহৃদজনেরা লিখেছেন এই গ্রন্থে। বিদ্যায়তনিক প্রবন্ধ, তাঁর গ্রন্থের পাঠ-প্রতিক্রিয়া, মানুষ হিসাবে তাঁকে দেখার অভিজ্ঞতা অনাবিল বর্ণমালা রচনা করেছেন শিক্ষকগণ, বন্ধু-স্বজন, নিত্য শুভার্থী এবং গুণমুগ্ধ ছাত্রছাত্রীরা। সঙ্গে আছে তাঁর সম্পর্কে মুক্ত চিন্তার মুল্যায়ন, সংক্ষিপ্ত জীবনপঞ্জি এবং ইতিহাসের স্মৃতিবিম্ব। সকলের হৃদয় মথিত ভাব-ভাষা একত্রিত করে, এক ব্যতিক্রমী গ্রন্থ পরিকল্পনার সাক্ষী হয়ে রইল-‘মকবুলনামা’।