মণীশ ঘটকের পটলডাঙার পাঁচালী নিম্নবর্গের আখ্যান
- মধুমিতা সেনগুপ্ত
প্রদীপের নীচেই থাকে জমাটবদ্ধ অন্ধকার মানুষের সভ্যতায় যাবতীয় স্বাচ্ছন্দ্য সহজলভ্য হয়েছে শ্রমজীবী মানুষের শ্রমের বিনিময়ে, অথচ সেই করে থাকে কোন এক আঁধারকোণ । সেই আঁধারকোণের কুশীলবদের নিয়ে গল্প লিখেছেন বিশশতকের অনেকেই । আধিপত্যবাদী সমাজব্যবস্থায় চিরঅবহেলিত, বঞ্চিত প্রান্তেকায়িত “অপরকে নিয়ে 'কল্লোল”ও মুখরিত হয়ে উঠেছিল বিচিত্র দিশায়। সেই কল্পোলগোষ্ঠীর বিস্তৃত ধারাবাহিক বিস্মৃতপ্রায় লেখক যদি কেউ থেকে থাকেন, তিনি হচ্ছেন মণীশ ঘটক । যার মাত্র নয়টি গল্পের “পটলডাঙার পাঁচালী গল্পগ্রস্থটিই হতে পারত বাংলাসাহিত্যের অবিস্মরণীয় মাইলফলক । সাম্প্রতিক তত্ত্বজিজ্ঞাসার আলোয় মণীশ ঘটক নিয়ে কিছু কিছু কাজ হয়ে থাকলেও শুধুমাত্র তার “পটলডাঙার পাঁচালী” নিয়ে একটি স্বয়ংসম্পূর্ণ গবেষণা সম্ভবত এই প্রথম।