মৈমনসিংহ গীতিকা নব আলেখ্য
- কেয়া চট্টোপাধ্যায়
মানুষের গল্প মানুষের মুখে মুখে ফেরে। দেবতার আখ্যানের থেকে কম রোমাঞ্চকর, মায়াময় নয় তা। পথে পথে ওড়ে সেই গল্পের বীজ। কাব্যে তাকে বাঁধে কোন এক লোকায়ত কবি। স্মৃতি থেকে কল্পনায় পার হতে হতে তাতে সংযোজিত হয় নতুন সব অধ্যায়। আদ্যন্ত সাধারণ মানুষের চাওয়া পাওয়া, মিলন আর মাথুর নিয়ে জমে ওঠে অবসরের এক নাটমন্দির। সেই সব গল্পই মৈমনসিংহের বাতাস থেকে, ঐতিহ্য থেকে তুলে এনে গেঁথে রাখেন কেউ। এই গল্পকেই আর একবার ফিরে দেখেন একালের এক প্রাবন্ধিক আধুনিকতার দৃষ্টিকোণ থেকে।