মিল ও অমিলের কবিতা
- সুবোধ তালুকদার
‘মিল ও অমিলের কবিতা’ এক সহজ মানুষের সরল কথপোকথনের গ্রন্থনা। জীবনের অভিজ্ঞতা সোজাসাপটা শব্দমালায় গাঁথা হয়েছে এই কাব্যগ্রন্থের কবিতাগুলিতে। সমকালের স্বার্থান্ধ রাজনীতি প্রভাব ফেলেছে কবির মনে। যেখানে ক্ষমতার প্রয়োজন সেখানে সমাজবিরোধীদের ব্যবহার করে কাজ হাসিল করে। তবে, কেউ প্রতিবাদ করে উঠলে—“তখন দমন-ডাণ্ডা মেরে/দিই ঠাণ্ডা করে।” অতীতের স্মৃতি ভারাক্রান্ত করে কবিতায় কবিতায়। তারই মাঝে সান্ত্বনার খোঁজ চলে, নিজেকে কবির আসনে বসিয়ে বলেন, “পাবার ঝুলি নাও ভরিয়ে/না-পাবারই বোঝায়,” যতটুকু পাওয়া গেল না অথবা যা পাওয়া যেতে পারতো এ জীবনে সে সব কিছু জীবনের শেষে এসে জমা-খরচে ভাগ হয়ে যায়। বোঝা যায় আরেকটু অন্যরকম বাঁচা যেতেই পারতো হয়তো, কিছু হা-না অদল বদল করলে, “নিষেধের বাধা যেন চারিদিক/মনের বাধা যদি না রয়।” কবিতার মধ্যে দিয়ে সহজে জীবনকে ছোঁয়ার প্রয়াস এই কাব্যগ্রন্থ।
পুরস্কৃত নাট্যকার(রাজ্যস্তরের নাট্য-প্রতিোগিতায় প্রথম স্থানাধিকারী নাটকের নাট্যকার ও নাট্য-পরিচালক), আকাশবাণী কলকাতা কেন্দ্রের স্বীকৃত গীতিকার ড. সুবোধ তালুকদার-র প্রকাশিত গ্রন্থতালিকা ইতিমধ্যেই বিভিন্ন ধরনের গ্রন্থে সমৃদ্ধ। যেমন, ‘কাঠ বাঙালের কড়চা’, ‘রঙে রঙে রামধনু’, ‘রূপকথা নয়’, ‘মানুষখেকো’, ‘বান’, ‘গীতমালা’, ‘গোসানীমঙ্গল ও রাজার কান্তেশ্বর’, ‘কচি ও কাঁচাদের ছড়া ও কবিতা’, ‘ছোটদের ছোট ছোট গল্প’, ‘মিল ও অমিলের কবিতা’। সেই তালিকায় এবারের সংযোজন ‘নাট্যসংগীত : বাংলা নাটক’। ভবিষ্যতে কেউ যদি এই বিষয়ের ওপর কোনও কাজ করতে চান তবে, ড. সুবোধ তালুকদার-এর এই গবেষণা গ্রন্থখানি তাঁদের অনেক প্রয়োজন মেটাবে বলেই আমাদের বিশ্বাস।