মুসলিম নারীর কলমে মুসলিম নারী পরিসর
- মোসাম্মত সামশুন নেহার
মুসলিম নারীর কলমে মুসলিম নারী পরিসর-এ গ্রন্থে প্রধান আলোচ্য বিষয় মুসলিম নারীর জীবন। ইসলাম সৃষ্টির পুর্বে ও পরেও মুসলিম মেয়েরা স্বাধীন জীবনযাপন করত। কিন্তু সময়ের ক্রমাগ্রসরতায় পুরুষতান্ত্রিক সমাজ অন্তঃপুরের অবরোধে বাঁধতে চেয়েছে মুসলিম নারীদের। মুসলিম নারী ঔপন্যাসিকদের কলমে উঠে এসেছে মুসলিম নারীদের জীবনের বাস্তব বর্ণনা। বিভিন্ন প্রবন্ধের মধ্য দিয়ে এই গ্রন্থে সেই অজানা অধ্যায়কেই পাঠক সমীপে আনার চেষ্টা হয়েছে। ইতোপূর্বে এবিষয় অনালোচিত হওয়ার কারণে পাঠকদের কাছে এই গ্রন্থটি এক প্রয়োজনীয় গ্রন্থ হিসেবেই গৃহীত হবে বলে আশা করা যায়।
জন্ম : ১৯৮৭, ৬ই অক্টোবর। ।পিতা - মহম্মদ সাদরা উল্লাহ, মাতা - মমতাজ বেগম। জন্ম মালদহ জেলার ইংরেজ বাজারে। শৈশব অতিবাহিত হয় ইংরেজবাজারেই। বর্ধমান বিশ্ববিদ্যালয়ের অন্তর্গত রামপুরহাট কলেজ থেকে স্নাতক এবং গৌরবল বিশ্ববিদ্যালয়ের বঙ্গভাষা ও সাহিত্য বিভাগ থেকে স্নাতকোত্তর ও এম.ফিল. সম্মান অর্জন। বর্তমানে আসলেহা গার্লস কলেজের আংশিক সময়ের অধ্যাপিকা।