নারীর চোখে নারী
- লিপিকা সরকার
নারী জাতির অগ্রগতির চিন্তাভাবনা নিঃসন্দেহে একটি তাৎপর্যপূর্ণ বিষয়। বর্তমানে এই সম্পর্কিত ভাবনার প্রসার ঘটেছে। বহু সাহিত্যিকের সৃষ্টিতে নারী সম্পর্কিত আলোচনা উঠে এসেছে। অনেক পুরুষের রচনায় নারী কথা ধরা পড়েছে। পাশাপাশি নারীর চোখে নারী কীভাবে ধরা পড়ল, তাই-ই বর্তমান পুস্তকের বিষয়। নারীর একান্ত পাওয়া-নাপাওয়া, হাসি-কান্না, 'আনন্দ-বেদনা ইত্যাদি সবকিছু আঁতের কথা যেভাবে বের করে আনতে সেভাবে সম্ভব হতো না। নারীর দৃষ্টিতে, বিষয়। বিষয়টি নিয়ে প্রায় ৪০ জন অধ্যাপক/গবেষকের মননশীল সারগর্ভ আলোচনা বিধৃত আছে। পুস্তকটি যেমন পাঠকের সুখপাঠ্য তেমনই বর্তমান গবেষকদের কাছে অত্যন্ত অপরিহার্য