নাট্যসংগীত : বাংলা নাটক
- সুবোধ তালুকদার
বিভিন্ন শিল্পমাধ্যমের মধ্যে সর্বগ্রাসী শিল্পমাধ্যমটি হল নাট্যকলা; এই মাধ্যমে শিল্পের অন্য সমস্ত শাখাগুলির যথাযোগ্য ব্যবহারের পূর্ণ সুযোগ পাওয়া যায়। সাহিত্য, ইতিহাস, বিজ্ঞান, দর্শন ইত্যাদি নানা বিষয় এবং চিত্রকলা, ভাস্কর্য-সহ অন্যান্য প্রয়োগ নাটকে সম্ভব। প্রয়োজন অনুসারে এদের প্রয়োগে নাটক যেমন সর্বাঙ্গ সুন্দর হয়ে ওঠে তেমনই অন্যান্য নাটকের সঙ্গে প্রত্যক্ষ সংযোগ ঘটে নাটকের দর্শকের। নাটকের সংলাপ বা অন্যান্য প্রকাশ মাধ্যমে যা অনুচ্চারিত তাকে নাটকের গানে গানে প্রকাশ করা যায়। উপযুক্ত ব্যবহারকারীর দ্বারা নাটকের গান হয়ে ওঠে নাটকের বক্তব্যের বাহন। অবশ্যই তা বিশেষ ব্যঞ্জনাধর্মীও বটে। নাটকে গানের ব্যবহার ও সেইসব গানের স্বধর্ম বিষয়ে অত্যন্ত প্রাসঙ্গিক ও মূল্যবান এই বইটি।
পুরস্কৃত নাট্যকার(রাজ্যস্তরের নাট্য-প্রতিোগিতায় প্রথম স্থানাধিকারী নাটকের নাট্যকার ও নাট্য-পরিচালক), আকাশবাণী কলকাতা কেন্দ্রের স্বীকৃত গীতিকার ড. সুবোধ তালুকদার-র প্রকাশিত গ্রন্থতালিকা ইতিমধ্যেই বিভিন্ন ধরনের গ্রন্থে সমৃদ্ধ। যেমন, ‘কাঠ বাঙালের কড়চা’, ‘রঙে রঙে রামধনু’, ‘রূপকথা নয়’, ‘মানুষখেকো’, ‘বান’, ‘গীতমালা’, ‘গোসানীমঙ্গল ও রাজার কান্তেশ্বর’, ‘কচি ও কাঁচাদের ছড়া ও কবিতা’, ‘ছোটদের ছোট ছোট গল্প’, ‘মিল ও অমিলের কবিতা’। সেই তালিকায় এবারের সংযোজন ‘নাট্যসংগীত : বাংলা নাটক’। ভবিষ্যতে কেউ যদি এই বিষয়ের ওপর কোনও কাজ করতে চান তবে, ড. সুবোধ তালুকদার-এর এই গবেষণা গ্রন্থখানি তাঁদের অনেক প্রয়োজন মেটাবে বলেই আমাদের বিশ্বাস।