নেপালি ভাষাপরিচয়
- সূর্য লামা
ভাষা হচ্ছে ভাব প্রকাশের বাহন, পারস্পরিক সম্পর্ক স্থাপনেরও মাধ্যম। ভাষা সম্পর্কে অজ্ঞানতা বর্তমান সময়ে পারে । বিশেষ করে আমরা যখন ভারতবর্ষের মতো ভাষা-বৈচিত্রপূর্ণ দেশের বাসিন্দা। আর সেই সুমহান দেশের নাগরিক হিসেবে আমাদের উচিত নিজ নিজ মাতৃভাষা ছাড়াও অন্যান্য ভাষা সম্পর্কে সাধারণ একটি ধারণা তৈরি করা। সেই ভাবনাকে সামনে রেখেই *নেপালি ভাষা-পরিচয়' গ্রন্থটির বাস্তবায়ন। আর সবথেকে বড়ো কথা হল, নেপালি ভাষা পশ্চিমবঙ্গের বুল প্রচলিত একটি ভাষা ৷ আধুনিক ভাষাবিজ্ঞানের বর্ণনামূলক রীতিকে অনুসরণ করে নেপালি ভাষার স্বরধবণি, বাঞ্জনধবণি, দ্বিস্বরধবণি, অবিভাজাধ্বণিগুলি সম্পর্কে আলোচনা করা হয়েছে। শুধু তাই নয়, নেপালি ভাষার উৎপন্তি ও বিভিন্ন প্রকৃতের সঙ্গে তার সম্পর্ক নির্ণয়, নেপালি নামকরণ, উপভাষা, বর্ণ-পরিচয় এবং 11%-এর যথাযথ ব্যবহার ঘটেছে আলোচ্য গ্রন্থে।