নিয়তি
- উমা সরকার
গঙ্গার-ঘাট গুলিতে লেখা রয়েছে কত বিস্মৃত কাহিনি। এ নদী মিলিয়েছে, মিলেছে। বহুদিন আগেকার ঘাট সংলগ্ন প্রাচীন এক বজরায় ঘটছে সম্ভ্রান্ত একজন বাঈজি, এক সুন্দরী কিশোরী, এক অল্পবয়সী যুবক এবং আরেকজন অর্ধবয়স্ক ভদ্রলোক — এদের মন্তাজ। দেখা যাক ভাঙাতরী এদের জীবনকে কোন পাড়ে ভিড়িয়েছে.... বাস-স্টপে অপেক্ষমান অচেনা মানুষজন, গন্তব্যে পৌছাবার প্রতীক্ষা করে আশা কিংবা নিরাশা নিয়ে। অস্থির মনে ধূলো উড়িয়ে বাস এসে হাজির হয় কিন্তু বাস-স্টপ স্থির থাকে / থেকে যায়। এহেন বাস-স্টপ কীসের গল্প লেখা হবে ?