ঐতিহ্য : ধর্মচিন্তা ও বাংলা প্রবন্ধ সাহিত্য
- নিত্যগোপাল বর্মণ
গ্রন্থটি কলকাতা বিশ্ববিদ্যালয়ে ‘আধুনিক বাংলা প্রবন্ধ সাহিত্যে ধর্মীয় আলোচনার ধারা গবেষণা গ্রন্থের অনুকরণে লেখা। লেখকের এই প্রবন্ধ গ্রন্থের আলোচনায় স্থান পেয়েছে ধর্ম সাহিত্যের ঐতিহ্য ধারায় উনিশ শতকের সার্বিক নবজাগরণের প্রেক্ষিতে ধর্মালোচনার ধারায় ব্রাহ্ম, হিন্দু, ইসলাম, বৌদ্ধ, খ্রীস্ট এবং বিশশতকের প্রবন্ধে ধর্মীয় সাহিত্যের সাধারণ পর্যালোচনা। এই পর্যালোচনায় লেখক ধর্মালোচনামূলক প্রবন্ধ নিবন্ধের মধ্য দিয়ে ধর্ম সাহিত্যের যথার্থ ও শাশ্বত স্বরূপ বিশ্লেষণ করেছেন। লেখক মনে করেন বর্তমান ভারত তথা বিশ্বে বিশেষ প্রয়োজন ধর্মমূলক জটিলতার সার্বিক সমাধান এবং সর্বত্র সাম্প্রদায়িক সদভাবনা গড়ে তোলা তথা বিশ্বমৈত্রির পথকে বিশেষভাবে প্রশস্ত করা। এই গবেষণা গ্রন্থে লেখক এই সমস্যা সমাধানের শাশ্বত অর্থবহ ইঙ্গিত সূত্র প্রদান করেছেন।
জন্ম অধুনা বাংলাদেশ রাজসাহী জেলার আধাইপুর গ্রামে, ২০ই মার্চ ১৯৬০, ভারতে আগমন ১৯৬৫ পড়াশুনা এম.এ. ডবল উত্তরবঙ্গ ও রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয় থেকে। বিশ্বভারতী বিশ্ববিদ্যালয় থেকে বি.এড. এবং পি.এইচ.ডি. কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে। বর্তমানে ডাঙ্গারহাট উচ্চমাধ্যমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক পদে আসীন। সৎসঙ্গের প্রধান আচার্যদেব শ্রীশ্রীদাদার স্নেহধন্য, তারই আশীর্বাদে ও নির্দেশনায় কলকাতা বিশ্ববিদ্যালয়ে ধর্মর্সাহিত্য বিষয়ে গবেষণার ফলস্বরূপ এই প্রবন্ধ গ্রন্থের প্রকাশ। জন্মসূত্রে সৎসঙ্গী, সৎসঙ্গের বিশিষ্ট কর্মী-সৎসঙ্গ ধর্মান্দোলনের সঙ্গে যুক্ত। বিশিষ্ট লেখক, গবেষক, প্রাবন্ধিক, সমাজসেবী ও সুবক্তা, তিনি শ্রীশ্রীঠাকুর অনুকূলচন্দ্র গবেষক হিসেবে নিজেকে নিয়োজিত করেছেন।