ঐতিহ্য ও সংস্কৃতি
- সম্পাদনা : অনুরূপা মুখোপাধ্যায় । উদয় শঙ্কর সরকার। জয়দীপ ঘোষাল
বাঙালি সংস্কৃতি বিশ্বের দরবারে সমাদৃত তার ঐতিহ্যকে বহন করে নিয়ে যাওয়ার সূত্রেই যুগ যুগ ধরে বয়ে চলা পরম্পরাই আমাদের সম্পদ যা সাধারণ মানুষের চলার পথকে কুসুমাস্তির্ণ করেছে। মানুষকে এগিয়ে নিয়ে গেছে ঐতিহ্যের পথে। সেই সংস্কৃতির ধারা যা সাধারণ মানুষের সুখ স্বাচ্ছন্দের প্রতীক হয়ে উঠেছিল তা আজ অনেকটাই অবলুপ্তির পথে। আধুনিক সময়ের গ্লোবালাইজেশনের যুগে দাঁড়িয়ে বাঙালির সংস্কৃতি ও ঐতিহ্য আজ নিতান্তই রূপকথার গল্পের মতো করে শোনাতে হয় আজকের প্রজন্মকে। আর আগামী প্রজন্মের কাছে তা হয়তো হয়ে দাঁড়াবে কল্পনার মতো। ইতিহাসের পাতায় সেই সমস্ত পরম্পরা স্থান করে নেবে। এই গ্রন্থে সেই ঐতিহ্য ও সংস্কৃতির চিরন্তন রূপকেই ফুটিয়ে তোলার প্রয়াস রাখা হয়েছে।