পর্যালোচনার আলোকে চাচা কাহিনী
- শিল্পী কংসবণিক
সৈয়দ মুজতবা আলীর ‘চাচা কাহিনী’ মূলত: একটি গল্প সংকলন গ্রন্থ। এতে মোট এগারোটি গল্প আছে — গল্পের প্রথম পাঁচটি গল্প আড্ডাবাজের গল্প আর শেষ ছটি গল্প রম্যরচনা মূলক। এই গুলির কাহিনী সংক্ষেপ এবং বিষয়ভিত্তিক আলোচনা করা হয়েছে। বইটিতে তিনটি ভাগ। প্রথম ভাগে সৈয়দ মুজতবা আলীর জীবন, গ্রন্থপঞ্জী এবং চাচা কাহিনী’ গল্প গ্রন্থের সামগ্রিক আলোচনা আছে। দ্বিতীয় ভাগে কাহিনী সংক্ষেপ এবং তৃতীয় ভাগে বিষয়ভিত্তিক আলোচনা রাখা হয়েছে। চাচা কাহিনীর সামগ্রিক আলোচনায় গ্রন্থটি অনিবার্য।