প্রবহমাণ
- রমেন্দ্রনাথ মণ্ডল
সময় যেমন থেমে থাকেনা কাঁটার টিক-টিক শব্দে ঠিক-ঠিক সময় পরিমাপ করে এগিয়ে চলে। জীবনও তেমনি এগিয়ে চলে, তফাৎ শুধু কখনো ঠিক বা কখনো বেঠিক শব্দে। ফেলে আসা জীবনেও এমন অনেক ঠিক-বেঠিক শব্দ আছে বা বলা ভালো ঘটনা আছে, যেগুলো একত্রে গেঁথে রাখার ইচ্ছে থেকেই এই বই লেখা। লেখাতে ঘটে যাওয়া ঘটনাগুলো ঠিক পর পর সাজানো। স্কুল-কলেজের পড়াশোনাটাকে মূল বিষয় ধরে এগিয়ে গেছে এই বই। লেখাতে স্থান এবং পাত্র-পাত্রীর নামে কেউ কিছু মিল খুঁজে পেতে পারেন, যা নিছকই কাকতালীয়। লেখক বিশ্বাস করেন সন্তানের নিজের ভবিষ্যৎ গড়ে ওঠে তার বাবা অথবা মা কিম্বা দুজনেরই চেতন-অবচেতন মনের চিন্তার নির্দেশ থেকেই।
জন্ম : ৪ঠা কার্তিক, মঙ্গলবার ১৩৬৫। ষোলো বছর বয়সে আই.টি.আই. (Industrial Training Institute) - ট্রেড : কারপেন্টার, ডিপ্লোমা কোর্সে ভর্তি। উনিশ বছর বয়সে “অল ইণ্ডিয়া ট্রেড টেষ্ট” পরীক্ষায় ডিপ্লোমা লাভ। কাঠের কাজ ছেড়ে পরে পৈত্রিক কয়লার দোকানের ব্যবসা সামলে পড়াশোনা। কলেজ শেষে কেন্দ্রীয় সরকারের অধিগৃহিত বীমা সংস্থায় অফিসার পদে যোগদান। কিশোর বয়স থেকেই কবিতা পড়া, বলা এবং লেখার প্রতি অনুরাগ। ছোট পত্রিকায় কবিতার প্রকাশ কিশোর বয়সেই। পরে কবিতার বই প্রকাশ। মূলত কাব্য চর্চার প্রতি ঝোঁক বেশী। গদ্য লেখার অল্প বিস্তর চেষ্টা ছিলো, পত্রিকাতে ছাপাও হয়েছে। উপন্যাস লেখার চেষ্টা এই প্রথম। কাজের ফাঁকে নাট্যচর্চায় মনোযোগ আকৈশোর। গ্রুপ থিয়েটারে টানা আঠাশ বছর নাটক অনিভয় চর্চা করার সুবাদে বহু মানুষ জনের সানিধ্য লাভ। ছাত্র হিসাবে আবৃত্তি ও নাটক শিক্ষক মহাশয়দের বিশেষ প্রশংসা লাভ জীবনে বড় প্রাপ্তি।