প্রাচীন ও মধ্যযুগের বাংলা সাহিত্য চর্চা বিবিধ প্রসঙ্গ
- বাপী নস্কর
প্রাচীন ও মধ্যযুগের বাংলা সাহিত্য নিয়ে চর্চা দীর্ঘ সময় ধরেই চলে আসছে, তা বিশ শতকের মাঝামাঝি সময়ে ব্যাপকতা লাভ করেছে। এই গ্রন্থের মূল উদ্দেশ্য, প্রাচীন, বিশেষত মধ্যযুগের বাংলা সাহিত্যের পারিবারিক ও সামাজিক অবস্থানের বিভিন্ন দিক নির্ণয় । এখানে সম্পূর্ন অনালোচিত এবং স্বল্প আলোচিত বিষয়গুলি লিপিবদ্ধ করা হয়েছে।