শরৎসাহিত্যে নারী : প্রমথনাথ পাল
- মনোজ মণ্ডল
‘শরৎ-সাহিত্যে-নারী’ সম্পর্কে বিপ্লবী মনীষী অধ্যাপক বিনয় কুমার সরকার বলেন — নানাক্ষেত্রে নানা বইয়েই লেখকদের স্বাধীন চিন্তার সাক্ষ্য পাওয়া যায়। সাহিত্য-সমালোচনার আসরে উল্লেখ করতে পারি “শরৎ-সাহিত্যে নারী”। এই বইয়ের ভেতর শরৎ-সম্বন্ধে ঠোঁটকাটা সমালোচনা আছে। বই বেরিয়েছিল শরৎ বেঁচে থাকার সময়েই। এইজন্য স্বাধীন চিন্তার সাক্ষী হিসাবে বইটা বেশ কিছু দামী। শরৎ সাহিত্যের বিষয়বস্তু সম্বন্ধে প্রমথ পাল বলছেন যে, টাকা রোজগারের মতলবে কোনো-কোনো গল্প, চরিত্র বা অবস্থা সৃষ্টি করা হয়েছে। এই মতটা জোরের সহিত প্রকাশ করা বাহাদুরির লক্ষণ। বইটার লেখক খাতির-নদারৎ। শরৎ-এর “ব্যবসায়াত্মক বুদ্ধির” কথা এই বইয়ে অনেকবার আছে। প্রমথ পালের মত অনেকটা যুক্তিসঙ্গত। তার কথাগুলা নেহাৎ ফেলিতব্য চিজ নয়।