পুরুষের সাতকাহন
- পিংকি বসাক
পুরুষ সর্বদা নারীর তুলনায় কম আলোচিত, পর্দানসীন, পরিবার, সন্তানদের প্রতি তার দিনের পর দিন আত্মত্যাগ চিরকাল পর্দার আড়ালেই থেকে এসেছে। ছোটবেলা থেকেই তাদের শেখানো হয় যে আবেগ, অনুভূতি বাইরে প্রকাশ করতে নেই। সেসব সমাজের চোখে দুর্বল। তাদের একাকীত্ব, দুঃখ-কষ্ট, যন্ত্রণা দিনের পর দিন মনের মধ্যে গুমরে থাকতে থাকতে জন্ম নেয় রাগ হতাশা। পুরুষময় জীবন কখনও বর্ণময় কখনও বর্ণহীন। এসমস্ত দিকগুলো নিজস্ব চিন্তাভাবনা, লেখনীশৈলী, অভিজ্ঞতা এবং মনস্তাত্ত্বিক বিচার-বিশ্লেষণের দ্বারা ফুটিয়ে তোলার চেষ্টা করা হয়েছে বইটিতে।
জন্ম ২৮ আনুয়ারী, ১৯৮৪, ফুলিয়া, নদীয়া। ‘সাংবাদিকতা’য় স্নাতক, কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে ‘মিডিয়া স্টাডিজ’-এ স্নাতকোত্তর। ছোটবেলাতেই লেখার জগতে প্রবেশ। স্কুল ও কলেজ জীবনে পড়াশোনার পাশাপাশি সমস্তরকম সাংস্কৃতিক অনুষ্ঠানে নিয়মিত অংশগ্রহণ, মহানায়ক উত্তমকুমার প্রতিষ্ঠিত ‘শিল্পী সংসদ’এর ‘উত্তম-শিল্পী-বার্তা’র লেখা শুরুর মধ্যে দিয়ে একে একে ‘দৈনিক স্টেটসম্যান’, ‘বর্তমান’ সংবাদপত্রে দীর্ঘদিন লেখালেখি। ধ্রুপদী নৃত্য, আবৃত্তি, ছবি আঁকা, বই পড়া অন্যতম শখ। জীবনে ঝুঁকি ও চ্যালেঞ্জ নিতে ভালোবাসেন। নিয়মানুবর্তিতা ও কঠোর পরিশ্রমই তার জীবনের মূল চাবিকাঠি। প্রথম প্রকাশিত বই ‘নারীর সাতকাহন’, কলকাতা আন্তর্জাতিক বইমেলা ২০১৭। সাম্প্রতিককালে পারিবারিক বনেদী ব্যবসাকে নতুন রূপে এগিয়ে নিয়ে যাবার লক্ষ্যে ‘প্রিয়স্মিতা হান্ডলুম’–এর কর্ণধার হিসেবে ভিন্ন ভূমিকায় আত্মপ্রকাশ।